জেলা

বছরের শেষ দিনে বাতিল একাধিক লোকাল ট্রেন

 ৩১ ডিসেম্বর চলতি বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে উৎসেব মেতে উঠবে মানুষ। সেই কারণে বছরের শেষ দিনে রাস্তায় ঘাটে যানবাহনের চাহিদা থাকবেও তুঙ্গে। কিন্তু সেই বর্ষশেষের দিনেই ট্রেন বাতিলের ঘোষণা করলো পূর্ব রেল। যার ফলে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন রেল যাত্রীরা। পূর্ব রেলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা নৈহাটি-ব্যান্ডেল লাইন। নৈহাটি, গরিফা, হুগলি ঘাট ও ব্যান্ডেল, এই চার স্টেশন থেকে এই লাইনে প্রচুর মানুষ যাতায়াত করেন। আর এবার সেই লাইনেই ট্রেন বাতিল ঘোষণা করল রেল। আগামী ৩১ ডিসেম্বর ব্যান্ডেল-নৈহাটি শাখার ডাউন লাইনে কাজ চলার কারণে ৩ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে বলে জানা যাচ্ছে। রেল সূত্রের খবর, সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বাতিল থাকবে ৩৭৫৩৬ ব্যান্ডেল-নৈহাটি লোকাল এবং ৩৭৫৩৫ নৈহাটি-ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল-নৈহাটি শাখায় ৩ ঘণ্টা বন্ধ ট্রেন, পূর্ব রেলের এক ভীষণই গুরুত্বপূর্ণ শাখা নৈহাটি-ব্যান্ডেল লাইন। এখানে পড়ে নৈহাটি, গরিফা, হুগলি ঘাট এবং ব্যান্ডেল, এই চার স্টেশন। মূলত ভ্রমণার্থীদের যাতায়াতের সবথেকে সুবিধার পথ এই ট্রেন লাইন। আর এবার সেই লাইনেই ট্রেন বাতিল ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।