বিষমদ খেয়ে প্রাণ গেল অন্তত ১৭ জনের ৷ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷ অনেকেই ওই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ শুরু করেন বলে জানা গিয়েছে । এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের ৫টি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ বিষাক্ত মদ পান করে ১৭ জনেরও বেশি মানুষের মৃত্যু খবর সামনে এসেছে ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত-সহ ১০ জন ৷ এদিন বিষমদ খেয়ে মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসন, ডেপুটি কমিশনার সাক্ষী সাহনি-সহ ঘটনাস্থলে পৌঁছন পুলিশের কর্মকর্তারা ৷ গ্রামবাসীরা তাঁদের জানান, গত রাতে ওই বিষ মদ পান করার পর থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে ৷
