দেশ

পালামৌয়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার

ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। নিরাপত্তাবাহিনীর অভিযানে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় পালামৌয়ের জঙ্গলে খতম হল আরও এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে পালামৌয়ের ডিআইজি। এই অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও এক মাওবাদী কমান্ডার। পালামৌয়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ওয়াই এস রমেশ সাংবাদিকদের জানান, রবিবার রাতে এই অভিযান চলে মহুয়াদাড় থানা এলাকায়। দৌনা জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর মণীশ যাদব নামে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি কুনদান খেড়ওয়াড় নামে আর এক মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।