রাজনীতি

গুজরাতে উপনির্বাচনের আগেই ৮২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন কর্মসূচি প্রধানমন্ত্রীর

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার নিজের রাজ্য গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোম ও মঙ্গলবার গুজরাতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুচ্ছ কর্মসূচি। জানা গিয়েছে, এই দু’দিনে গুজরাটের জন্য প্রায় ৮২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। উল্লেখ্য, আগামী ১৯ জুন এ রাজ্যে দুই বিধানসভা আসনে রয়েছে উপনির্বাচন। তার আগে রাজ্যের মানুষের মন জয়ে এই বিপুল পরিমাণ টাকার প্রকল্পের উদ্বোধন বলে কটাক্ষ বিরোধীদের। সূত্রের খবর, সোমবার প্রথমে গুজরাতের দাহোদ যাবেন প্রধানমন্ত্রী। সেখানে লোকো ম্যানুফ্যাকচারিং শপ-রোলিং স্টক ওয়ার্কশপের উদ্বোধনের পর, খারোদে জনসভা করবেন। সেখান থেকেই রেলের ২৪,০০০ কোটি টাকার প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে রেলওয়ে উৎপাদন ইউনিট, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে ২১,০০০ কোটি টাকারও বেশি খরচে তৈরি করা হয়েছে। এই ইউনিটের কাজ শুরু হলে ১০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী সোমবারই সোমনাথ থেকে আমেদাবাদ রুটের জন্য নতুন বন্দেভারত ট্রেনেরও উদ্বোধন করবেন । এ ছাড়া দাহোদবাসীর জন্য ১৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন। এর ফলে মহীসাগর ও দাহোদ জেলার শহর-সহ ১৯৩টি গ্রামের ৪.৬২ লাখ মানুষ উপকৃত হবেন। এদিনই ভুজ সফরেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ৫৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কান্দালা বন্দরের পরিকাঠামো প্রকল্প। এছাড়া কচ্ছ, জামনগর, আমরোলি, জুনাগড়, গির সোমনাথ, আহমেদাবাদ, তাপী এবং মহীসাগর জেলার জন্য সৌরবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং রাস্তা নির্মাণ সংক্রান্ত একাধিক প্রকল্পও রয়েছে উদ্বোধনের অপেক্ষায়। সন্ধ্যেয় বিজেপির একটি বিশেষ কর্মসূচি রয়েছে। আমেদাবাদ বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ রোড শো-এ অংশ নেবেন তিনি। তার পর গান্ধীনগরে রাজভবনে রাতে থাকবেন তিনি। মঙ্গলবারও দিনভর গুজরাতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ২৭ মে সকালে গান্ধীনগরে বিজেপির একটি দলীয় কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ গান্ধীনগরে প্রধানমন্ত্রীর জন্য একটি রোড শো-এর আয়োজন করা হবে বলে খবর। এর পর মহাত্মা মন্দিরে ৫,৫৩৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদি। এছাড়া ১,০০৬ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত ২২,০৫৫টি বাড়িরও উদ্বোধন করবেন তিনি।