বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুপারিশ করেছে যে উত্তরপ্রদেশের নয়ডা-ভিত্তিক কোম্পানি মারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ উজবেকিস্তানের শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। বুধবার একটি মেডিকেল পণ্য সতর্কতায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মারিওন বায়োটেক দ্বারা নির্মিত দুটি কাশির সিরাপই “নিম্নমানের চিকিৎসা পণ্য”, “এমন পণ্য যা গুণমানের মান বা স্পেসিফিকেশন পূরণ করতে ব্যর্থ হয়েছে। বাতিল করা দুটি ওষুধ হল অ্যাম্ব্রোনাল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ। দুটি ওষুধের প্রস্তুতকারক হল উত্তর প্রদেশের মারিওন বায়োটেক। জানা গেছে আজ অবধি, উল্লিখিত ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই পণ্যগুলির সুরক্ষা এবং মানের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে গ্যারান্টি দেয়নি। উজবেকিস্তান থেকে কাশির সিরাপ খেয়ে ১৯টি শিশু মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর নয়ডা-ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা মারিওন বায়োটেক সকলের নজরে আসে।