রবিবার সকালে উত্তরপ্রদেশের বারাণসীর চকের ‘আত্ম বিশ্বেশ্বর’ মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরে সাজসজ্জা চলাকালীন শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৭ জন অগ্নিদগ্ধ হন। আহতদের বারাণসীর জিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাচীন ধর্মীয় স্থাপত্যের আদলে নির্মিত মন্দিরটিতে বহু সামগ্রী ও অংশ বিশেষ আগুনে পুড়ে গেছে। ঘটনাস্থলে রাতেই পৌঁছে যান স্থানীয় বিধায়ক, বিরোধী দলের নেতা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের উত্তরপ্রদেশ প্রদেশ সভাপতি অজয় রাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বারাণসীতে শ্রী আত্মবিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আগুন লাগা এবং বহু ভক্তের দগ্ধ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা শ্রী কাশী বিশ্বনাথ জি-র কাছে প্রার্থনা করছি।”


