বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র সম্মেলন শুরুর ঠিক একদিন আগে কংগ্রেস নেতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠক জাতীয় বিরোধী রাজনীতিতে ছোটখাটো বিস্ফোরণের সমতুল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই শিবিরেরই মতের নির্যাস, দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পার হয়ে এ দিন এই মুখোমুখি বসা। কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ‘মুখ’ রাহুল এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক মোদী-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে আলোচনা করলেন দীর্ঘ সময়। কংগ্রেস সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয়, আগামী দু’দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও আলাদা করে দিল্লিতে এই বৈঠকটি করে নেওয়া হল। তা-ও কাকভোরে।এই বৈঠকের জন্যই অভিষেক আলাদা করে দিল্লিতে চলে গিয়েছিলেন মুম্বই যাওয়ার আগে। সরাসরি মমতার সঙ্গে মুম্বই যাননি।