কলকাতা

সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতায় পারদ নামল ১৫ ডিগ্রিতে

সপ্তাহের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল বাংলা জুড়ে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস কম। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১৩.১ ডিগ্রি, দিঘায় ১৩.৬ ডিগ্রি, কোচবিহার ও কৃষ্ণনগরে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত আরও খানিকটা নামবে পারদ। আগামী কয়েকদিনের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ফলে আরও নামবে তাপমাত্রার পারদ। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে।