খেলা

মেসির চোটে বড় ধাক্কা খেল আর্জেন্তিনা!

মেসির চোটে বড় ধাক্কা খেল আর্জেন্তিনা। বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে তাঁকে পাবেন না কোচ স্কালোনি। আগামী শুক্রবার আর্জেন্তিনার প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে। তারপর স্কালোনি-ব্রিগেডকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে। মেসিকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, মেজর লিগ সকারে আটলান্টার বিপক্ষে খেলার সময় চোট পেয়েছেন বাঁ পায়ের জাদুকর। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কেউ কেউ বলছেন, একটানা খেলার ফলে ক্লান্তি গ্রাস করেছে এলএমটেনকে। ইন্তার মায়মির কোচ মাসচেরানো বলেছেন, ‘ক্লাবের চিকিৎসকের সঙ্গে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মেডিক্যাল বোর্ডের নিয়মিত কথা হচ্ছে।’ উল্লেখ্য, ১২ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে আপাতত দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্তার মায়ামি। এদিকে, রবিবার মেসির পাশাপাশি ইন্তার মায়ামির হয়ে জাল কাঁপান ফাফা পিকাল্ট। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এমএলএসে শীর্ষস্থান রাখল ইন্তার মায়ামি।