মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই বাতিল করা হয়নি। আজ, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় এমনিতেই মেট্রো কম চলবে বলে আগেই জানানো হয়েছিল। ২৮৮টির বদলে, এদিন নর্থ-সাউথ করিডরে ২৩৪টি মেট্রো চলবে। মেট্রোযাত্রীরা বলছেন সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। বেলা গড়াতেও দুর্ভোগের মীমাংসা হয়নি। ঠিক কী কারণে সমস্যা তা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দেওয়া হয়নি। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। অফিস টাইমে এইভাবে প্রতি স্টেশনে মেট্রো থমকে যাওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।