আগামিকাল শনিবার ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলবে না। গোটা ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের সুসংহত নিরাপত্তা মহড়ার জন্য আগামিকাল যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মেট্রো কর্তাদের দাবি, গোটা রুটে সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রযুক্তির সংযুক্তিকরণের উদ্দেশ্যে এই মহড়া পর্ব চলবে। যার জেরে কলকাতা ও হাওড়া সংযোগকারী এই রুটটির মেট্রো পরিচালন ব্যবস্থার সার্বিক উন্নতি হবে। যাত্রী নিরাপত্তা যার মূল উদ্দেশ্য। এই মুহূর্তে এই রুটটির এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত বর্ধিত পরিষেবা শুরুর কাজ চলছে। স্টেশনগুলিতে হচ্ছে শেষ মুহূর্তের কাজ। চলতি বছরের শেষদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের।