এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। প্রথম দফায় গত ১৫ মে নয়াদিল্লির আবেদনকারীদের হাতে নাগরিকত্ব তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চতুর্থ দফার ভোটগ্রহণের ঠিক পরেই এবং পঞ্চম দফার ভোটগ্রহণের আগে সেই কাজটা করা হয়েছিল। আর দ্বিতীয় দফায় যেদিন নাগরিকত্ব প্রদানের বিষয়টি ঘোষণা করা হল, তার দু’দিন পরেই সপ্তম দফার ভোটগ্রহণ হতে চলেছে। সপ্তম দফায় পশ্চিমবঙ্গের যে ন’টি কেন্দ্রে (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, বারাসত, বসিরহাট এবং দমদম), ভোটগ্রহণ হতে চলেছে, সেগুলির মধ্যে কোনও আসনেই মতুয়া-অধ্যুষিত নয়। যে মতুয়া ভোটব্যাঙ্ক ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির দিকে গিয়েছিল। সেইসময় সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল বিজেপি। আর এবার সপ্তম দফার যে ন’টি কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে সংখ্যালঘু ভোট আছে।