আজ কাটোয়া স্টেশনে নামলেন এক হাজার পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, তাঁরা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলার বাসিন্দা। আজ ৪টি শ্রমিক স্পেশাল ট্রেনে তাঁদেরকে নিয়ে আসা হয়েছে। ট্রেন থেকে নামার পরই ওই শ্রমিকদের সঙ্গে দেখা করেন মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ওই পরিযায়ীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন প্রচুর পুলিস কর্মী ও প্রশাসনের আধিকারিকরা।