দেশ

নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জম্মু-কাশ্মীরে খতম জঙ্গি

নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জম্মু-কাশ্মীরে নিহত জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। জঙ্গলের মধ্যে  শ্রীনগরের  আপার দাচিগাম বনাঞ্চলে জঙ্গি দমন অভিযান চালানোর সময় মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গল থেকে ওই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে।   আরও দুই থেকে তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে। তাদের কাছে ভয়ানক অস্ত্র মজুদ আছে বলেও জানা গেছে। উপত্যকায় ফের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধিতে উদ্বেগে কেন্দ্র সরকার।