জেলা

গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা

অবশেষে কলকাতা হাইকোর্টের সম্মতিতে শর্ত মেনে অবশেষে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা ৷ করোনা পরিস্থিতিতে এই মেলা হওয়া নিয়ে সন্দিহান ছিল অনেকেরই ৷ কিন্তু আদালতের রায়ে কোভিড বিধি মেনে শুক্রবার গঙ্গাসাগর মেলার সূচনা করেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা ৷ এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে ৷ সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে গঙ্গাসাগর মেলা হচ্ছে । করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাস্ক ছাড়া গঙ্গাসাগরে প্রবেশ করানো হবে

না কোনও তীর্থযাত্রীকে । করোনার কথা মাথায় রেখে কচুবেড়িয়া ফেরিঘাট থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা । মেলা উপলক্ষে সেজে উঠেছে মন্দির ৷ বসেছে রকমারি দোকান ৷ কিছুটা হলেও হাইকোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ সংক্রমণ রুখতে মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে ভ্রাম্যমান মাস্ক ভ্যান ৷ মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের হাতে স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি সর্বক্ষণ মাইকিং করে সকলকে করোনা বিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে ৷ মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ৷