তৃণমূল চালু হচ্ছে ‘এক ব্যক্তি এক পদে’র নিয়ম
লক্ষ্য ২০২৪, তাই সংগঠনকে ঢেলে সাজাতে ও বেশকিছু রদবদলের জন্য আজ তৃণমূল ভবনে বিশেষ বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২ টো নাগাদ ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই জেলার সাংসদ, বিধয়াক ও অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়ালে বৈঠকে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। এদিন একাধিক রদবদল করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দলে চালু হচ্ছে এক নেতা এক পদ। যারা মন্ত্রী হয়েছেন তারা জেলার সভাপতি হতে পারবেন না। বালি মাফিয়া বা কয়লা পাচারের সঙ্গে যোগ থাকা চলবে না। কেউ যেন দুর্নিতীতে না জড়ায়।’ এদিন দলের শৃঙ্খল রক্ষায় জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এত বড় জয়ের পর দল যেন নির্দিষ্ট স্থানেই থেকে মানুষের জন্য কাজ করে যায় কোনও লাগামছাড়া আচরণ না করে সেটাই কার্যত আজকের আলোচনায় বুঝিয়েছেন মমতা। এদিন মিটিং-এ আসার আগে মদন মিত্র কামারহাটি পুরসভার প্রশাসকের পদ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফেসবুক লাইভে এই কথা বলায় মিটিং সকলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ভত্সনা করেন মদন মিত্রকে। এদিন তৃণমূল সুপ্রিমো এও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যখন তখন যা খুশি বলা যাবে না। তবে দলবদলুদের এই মুহূর্তে দলে না ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে শুধুমাত্র মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে দলে ফেরানো যায় কিনা আলোচনা হয়েছে একপ্রস্থ। কার্যত এদিন দলের নিজের পরবর্তী প্রজন্মকে তুলতে একাধিক রদবদল করেছেন মমতা। এছাড়াও মন্ত্রী হওয়ার সুবাদে গতবছর জেলা সভাপতি হয়েও ‘আম্ফান’ দুর্নিতিতে নাম জড়িয়েছিল অনেক নেতার। তাঁদের কড়া শাস্তি দিতে ডানা ছাঁটার এই নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন তৃণমূল নেত্রী বলাই যায়। এছাড়াও দুর্নিতির সঙ্গে যুক্ত থাকলে তাঁদের রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কারণ এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।