নৈহাটিতে দিনে দুপুরে গুলি করে থেঁতলে দুষ্কৃতী খুনের ২৪ ঘণ্টার মধ্যে সরলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। শনিবার বিকেলে তাঁর বদলির নির্দেশ জারি হয়েছে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। যদিও পুলিশের দাবি এটা রুটিন বদলি। শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুরে দিনে দুপুরে গুলি করে থেঁতলে খুন করা হয় সন্তোষ যাদবকে। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও খুনিদের কাউকেই ধরতে পারেনি পুলিশ। যদিও প্রকাশ্যে আসা CCTV ফুটেছে স্পষ্ট কারা এই কাজ করেছেন। খুনের পিছনে কারা রয়েছে এই নিয়ে যখন তৃণমূল – বিজেপির বিবাদ চরমে তখনই নবান্ন থেকে আসে অলোক রাজোরিয়ার বদলির খবর। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি ট্রাফিক পদে সরানো হয়েছে। বারাকপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। তবে মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলেও বারাকপুরে কেন রাজোরিয়াকে সরতে হল তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে যে ভাবে দিনে দুপুরে শাসকদল আশ্রিত একজন দুষ্কৃতীকে খুন করা হয়েছে তাতে দুষ্কৃতীদের মনে পুলিশ সম্পর্কে আর কোনও ভয় রয়েছে বলে মনে হচ্ছে না। এছাড়া এর ফলে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যার ফলে সাত তাড়াতাড়ি রাজোরিয়াকে সরিয়ে অজয় ঠাকুরকে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বারাকপুর কমিশনারেটের বিভিন্ন পদে রয়েছেন তিনি।
