কলকাতা

‘তৃণমূলের ৩৮ বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন’! বিস্ফোরক দাবি মিঠুনের

 বিজেপি-র সঙ্গে তৃণমূলের ৩৮ জন বিধায়কের নিয়মিত যোগাযোগ রয়েছে ! বুধবার কলকাতায় দলের রাজ্য সদর কার্যালয়ে বসে এমনটাই দাবি করলেন বিজেপি-র তারকা নেতা মিঠুন চক্রবর্তী ৷ এদিন সকালে দলীয় বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি ৷ তারপরই হেস্টিংসের বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মিঠুন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাঁর কাছে একটি ‘ব্রেকিং নিউজ’ আছে ! মিঠুন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ৩৮ জন বিধায়ক নিয়মিতভাবে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ! এমনকী, তাঁদের মধ্যে ২১ জন সরাসরি মিঠুনের সঙ্গেই যোগাযোগ রাখছেন ! এরপরই সাংবাদিকদের ‘ব্রেকিং নিউজ’ দেন মিঠুন ৷ জানান, তৃণমূল ৩৮ জন বিধায়ক নিয়মিত বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তাহলে কি আগামিদিনে মহারাষ্ট্রের মতো বাংলাতেও বিদ্রোহী হয়ে উঠবেন শাসকদলের বিধায়করা ? আর তার জেরেই কি ঘটবে ‘পরিবর্তনের পরিবর্তন’ ? এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাননি মিঠুন ৷ তবে, তাঁর বার্তা স্পষ্ট ৷ সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে শাসকদলের অন্দরে যে টানাপোড়েন শুরু হয়েছে, কার্যত সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিজেপি-র এই তারকা নেতা ৷একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার রাজ্যে এসেছিলেন মিঠুন চক্রবর্তী ৷ বিজেপি-র হয়ে সেই সময় প্রচারও করেছিলেন তিনি ৷ কিন্তু, তারপর সেভাবে আর রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি ‘মহাগুরু’কে ৷ সেক্ষেত্রে বুধবার হেস্টিংসের বিজেপি কার্যালয়ে দলীয় বিধায়কদের নিয়ে মিঠুনের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷