আজ মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৪৪ ধারা ভেঙে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেন। এর ফলে তাকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬২ কিলোমিটার দূরে আইএসএফ বিধায়ককে ১৪৪ ধারা দেখিয়ে পুলিশ তাকে আটকায়। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। নওশাদ সিদ্দিকী জানান, তাঁর সঙ্গে চারজনের বেশি লোক ছিল না। প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদকে। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ভেস্তে যায় আইএসএফ বিধায়কের। এদিন সায়েন্স সিটির কাছে তাঁকে আটকানো হলে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন নওশাদ। বচসা চরমে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে। সামনেই ভোট আর আইএসএফ এই সন্দেশখালি ইস্যুকে কাজে লাগাতে চেয়েছিল। যেকোন রকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই গ্রেফতার বলে মনে করছে রাজনৈতিক মহল।