দেশে করোনা সংক্রমণ ৫ লাখ অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮,০০০ মানুষ। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে মনে করা হচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকেই দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী অবশেষে সারেন্ডার করলেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সরকার। রাহুল গান্ধী টুইটে লিখেছেন, করোনাকে জব্দ করার কোনও পরিকল্পনাই যে কেন্দ্রের কাছে নেই সেটা প্রমাণ হয়ে গিয়েছে এতোদিনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মসমর্পণ করেছেন। তিনি যে করোনাকে হারা ব্যর্থ সেটা বুঝিয়ে দিয়েছেন। তিনি এও লিখেছেন, গোটা দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নন আইএমসিআরও করোনা মোকাবিলায় ব্যর্থ বলে জানিয়েছেন তিনি। যে নোডাল বডি করোনা মোকাবিলায় কাজ করছে গত ২ সপ্তাহ ধরে তারা কোনও বৈঠক করেনি বলে অভিযোগ করেছেন রাহুল। ২ সপ্তাহ আগে শেষবার বৈঠক করেছিল আইসিএমআর।