প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টে এই খবর দিয়েছেন ৷ চলতি বছরের শেষে ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য মুখিয়ে আছেন প্রধানমন্ত্রী ৷ এদিকে অতি-সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর জরিমানা আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতীয় পণ্যে সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্ক লাগু করেছে আমেরিকা ৷ আগামী ২৭ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে ৷ এই আবহে প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসার খবর দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ গত বুধবার রাশিয়া সফরে গিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন ৷ ইতিমধ্যে মস্কো থেকে পুতিনের ভারত সফরের বিষয়টি নিশ্চিতও করেছিলেন তিনি ৷ যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানাননি দোভাল ৷ ফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত ও সুন্দর কথোপকথন হয়েছে ৷ তিনি ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি কী, তা জানিয়েছেন ৷ আমরা আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডাগুলি কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করেছি ৷ ভারত-রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলী অংশীদারিত্বের সম্পর্ক আরও গভীর করতে আমরা দায়বদ্ধ ৷” পোস্টের একেবারে শেষে তিনি লেখেন, “চলতি বছরের শেষে ভারতে আসবেন প্রেসিডেন্ট পুতিন ৷ তাঁকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি ৷” উল্লেখ্য, ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনটি বছরের শেষে ভারতে হওয়ার কথা ৷ এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷


