মোদি পদবী মামলায় বেকসুর খালাসের আবেদন নিয়ে এবার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী । মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুলকে দু’বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনায় সুরাটের আদালত। যে কারণে রাহুলের সাংসদ পদ খারিজ হয়। ম্যাজিস্ট্রেট আদালতের শাস্তির রায়কে চ্য়ালেঞ্জ জানিয়েছিলেন রাহুল। কিন্তু সোনিয়া তনয়ের সেই আবেদন খারিজ হয়েছিল সুরাটের আদালতে। এবার সাজা খারিজের দাবি নিয়ে রাহুল গেলেন হাইকোর্টে। সাংসদ পদ খারিজ হওয়ায় দিল্লির ১২ নম্বর তুঘলক রোডের সরকারী বাংলো ছেড়ে দিতে হয়েছে রাহুলকে। যেখানে তিনি গত ১৯ বছর ধরে ছিলেন।