খেলা

ওড়িশাকে ৪-০ গোলে হারালো মোহনবাগান

জয় দিয়ে AFC Cup অভিযান শুরু করল মোহনবাগান। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা এফসির খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপরে দিমিত্রি জোড়া গোল করেন এবং কোলাসো একটি গোল করেন। ৪-০ গোলে জেতে সবুজ মেরুন ব্রিগেড।