কলকাতা

রবিবার দুপুরে ১৭৫ কিলোমিটার বেগে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে আছড়ে পড়বে ‘মোচা’

দিল্লি মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী সাইক্লোন মোচার । বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে সিতওয়ে বন্দরে রবিবার দুপুরে ল্যান্ডফল হবে ‘মোচা’র। সে সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতে। ল্যান্ডফলের সময় গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলাদেশের কক্সবাজার, মায়ানমারের কাউকপিউ, সিতওয়ে বন্দরে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা এই সমুদ্র বন্দরগুলিতেও তাণ্ডব চালাতে পারে মোচা। এর জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে হাসিনার প্রশাসন। আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওডিশা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় ওই সমস্ত অংশে এমারজেন্সি রেসকিউ সেন্টার প্রস্তুত রাখার কথাও বলেছে দিল্লির মৌসুম ভবন। শুক্রবার ভোর ৬টা নাগাদ মোকার অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১০৯৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর থেকে তার অবস্থান ছিল এক হাজার কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর জেলাতে। দিঘার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই তিন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া ।আবহাওয়া দফতরের তরফে উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যকেও অ্যালার্ট করা হয়েছে । তালিকায় রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও অসমের দক্ষিণাংশ। এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ।