কলকাতা

নাগরিক মঞ্চের ধরনায় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-সোহিনী সরকার-সহ বিশিষ্টরা। রাত দশটা নাগাদ আচমকা সেই ধরনামঞ্চে চড়াও মত্ত যুবক। আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাঁকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে।  প্রত্যক্ষদর্শীদের মতে, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা  সেখানে আচমকাই ঢুকে পড়েন ওই মত্ত যুবক। অভিযোগ, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন তিনি। এর পরেই পুলিস এসে সেই যুবকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। প্রথম তাঁকে একটি পুলিস কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়। পরে পুলিসের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ন্যায়ে সংহিতার ৭৪ ধারা, অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় এই মত্ত যুবকের বিরুদ্ধে। এরপরেই তাকে গ্রেফতার করে হেয়ার থানার পুলিস।