পটনা জংশন স্টেশনে টিভি স্ক্রিনে পর্ন সিনেমা চলা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। পটনা পর্ন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই রকম ঘটনা বিহারের ভাগলপুরে। ভাগলপুরে জনসচেতনার জন্য বসানো এলডি পর্দায় ফুটে উঠল পর্ন সিনেমার ক্লিপ। বড় পর্দায় সবার সামনে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকল নীল ছবি। শোরগোল পড়তেই তড়িঘড়ি বন্ধ করা হয় সেই পর্ন ভিডিও। স্থানীয় স্টেশন হাউস অফিসার জওহর প্রসাদ যাদব জানান, যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এফআইআর দায়ের করা হয়েছে।