বিনোদন

বলিউডে কাজ দেওয়ার নামে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার কাস্টিং ডিরেক্টর

বলিউড ইন্ডাস্ট্রি দূর থেকে দেখতে যতটা ঝাঁ চকচকে, ইন্ডাস্ট্রির অন্দরমহলটা ততটাই অন্ধকারের হাতছানিতে ভর্তি। আবারও বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে উঠল কুকর্মের অভিযোগ। বলিউডের বড় পর্দায় কাজ পাইয়ে দেওয়ার অছিলায় দেহব্যবসা চক্র চালানোর অভিযোগ উঠেছে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলের বিরুদ্ধে। সোমবার আরতিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বড় পর্দায় কাজ করার স্বপ্ন নিয়ে কতশত তরুণ-তরুণী পা বাড়ান মায়ানগরীতে। অল্প বয়সি ছেলে মেয়েদের সারল্যের সুযোগ নিয়ে তাঁদের দিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ৩০ বছরের আরতির বিরুদ্ধে। গোরেগাঁও থেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার করেছে দেহব্যবসা চক্রে শিকার হওয়া দুই মডেলকে। যাদের নিজের জলে ফাঁসিয়ে ছিল অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর। ওই দুই তরুণীর থেকে খবর পেয়ে একেবারে ছক কষে কাস্টিং ডিরেক্টরকে ধরতে ফাঁদ পাতে কাইম ব্রাঞ্চ। সেই মত দুই পুলিশ কর্মী গ্রাহক সেজে যোগাযোগ করেন আরতির সঙ্গে। পুলিশের পাতা ফাঁদে পা দেন আরতি। ফাঁস হয় তাঁর দেহব্যবসা চক্র। কাস্টিং ডিরেক্টরের কাজ ছাড়াও অল্প বিস্তর অভিনয়ও করেছেন আরতি মিত্তল। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন আর মাধবনের সঙ্গে কাজ করছেন তিনি।