বিদেশ

দেখা গেল চাঁদ, সৌদিতে ঈদ শুক্রবার

অবশেষে প্রতীক্ষার অবসান। আগামিকাল শুক্রবারই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঈদ উল ফিতর পালন হবে। বৃহস্পতিবার রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড- সহ সাতটি দেশে মুসলিমদের অন্যতম পার্বন পালিত হবে আগামী পরশু শনিবার। চাঁদ দেখার ওপরেই নির্ভর করে মুসলিমদেরর দুই প্রধান পার্বন ঈদ-উল-আযহা ও ঈদ-উল ফিতর।  ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা নির্ভর করে চাঁদ দেখতে পাওয়ার ওপর। আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার সৌদি সহ আরব দেশগুলির আকাশে শাওয়াল মাসের চাঁদের দেখা নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ঈদ পালন করা হবে শনিবার।  এদিন রাতে সৌদি আরবের সংবাদপত্র ‘আল আরবিয়া’ নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তামিরে আজ রাতে শাওয়াল মাসের চাঁদ দেখেছে। আর তার পরেই সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রমজান মাস ২৯ দিনেই শেষ হচ্ছে। আগামিকাল শুক্রবারই ঈদ উল ফিতর উদযাপন শুরু হবে।’

এর পরেই প্রশ্ন উঠেছে, সৌদি আরবে যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে ভারত, বাংলাদেশ,পাকিস্তানে কবে হবে খুশির ইদ? সাধারণত সৌদি আরবের এক দিন পরে এই সব দেশের বেশির ভাগ অংশে ইদের চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবে চাঁদ দেখা যাবে, সেটি শুক্রবার নাকি শনিবার— তা নিয়ে সন্দেহ রয়েছে।