কলকাতা

গার্ডেনরিচে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আহত হলেন ২২ জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ৷ পাশাপাশি কয়েকজনকে বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছে একজন নাবালিকাও। বৃহস্পতিবার গার্ডেনরিচ বাজার এলাকার একটি দোকানে আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার ফাটে। যার জেরে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন ৷ দমকলের চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ সূত্রে খবর বাড়ি সংলগ্ন একটি দোকানে রান্নার সময় প্রবল বিষ্ফোরণে কেঁপে ওঠে এলাকা ৷ ঘিঞ্জি এলাকা হওয়ার দরুণ আশপাশের দোকানেও দ্রুত ছড়িয়ে যায় আগুন ৷ পুলিশের দাবি এরপর আরও তিনটি সিলিন্ডারে পরপর বিষ্ফোরণ ঘটে ৷ যার জেরেই আহতের সংখ্যা বেড়েছে বলে খবর ৷ বিষ্ফোরণের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএস হাসপাতালে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ জানা গিয়েছে বিষ্ফোরণের প্রায় পরপরই এলাকার বাসিন্দারা দমকল এবং স্থানীয় থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ সিলিন্ডার বিস্ফোরণের জেরে এলাকার পাশাপাশি বেশ কয়েকটি অস্থায়ী দোকানেও আগুন লেগে যায়। দোকানের কাছাকাছি দাঁড়িয়ে থাকা অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷ জানা গেছে মহম্মদ ফয়জল নামে এক পথচারী গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। অন্যদিক কার্যত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর দোকানগুলি থেকে জিনিসপত্র সরিয়েও বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর আহত প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।