‘অপারেশন সিন্দুর’-এর বদলা হিসেবে জম্মু ও কাশ্মীরের বসতি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে মাথা গোঁজার ঠাঁই হয়ে উঠেছিল বাঙ্কার। এবার আরও বেশি বাঙ্কার তৈরির কথা জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব অটল দুল্লো। মঙ্গলবার বাঙ্কারগুলি পরিদর্শনে যান তিনি। মুখ্যসচিব বলেন, ‘জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার বাঙ্কার রয়েছে। তবে আরও বাঙ্কার তৈরির দাবি উঠেছে। তাই আমরা আরও বাঙ্কার বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে কোনও কমতি রাখা হবে না।’
পাকিস্তানি শেলিংয়ে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘আপনারা দেখলেন কীভাবে জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে জখম হয়েছেন। বহু গবাদিপশু মারা গিয়েছে। ঘরবাড়িরও যথেষ্ট ক্ষতি হয়েছে।’ পরিস্থিতি খতিয়ে দেখে খুব শীঘ্র ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন।


