দেশ

উত্তরাখণ্ডের পাঁচশোরও বেশি বাড়িতে ফাটল, বসে যাচ্ছে মাটির স্তর

ক্রমাগত বসে যাচ্ছে জমি। ফাটল ধরছে একের পর এক বাড়িতে। রেহাই পাচ্ছে না রাস্তাও। হরিদ্বার থেকে তীর্থক্ষেত্র বদ্রীনাথগামী সড়কে অবস্থিত জোশীমঠের এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে পথে নেমেছেন। ফলে উদ্বেগে উত্তরাখণ্ড সরকার। মাটি বসে যাওয়ার কারণে এ পর্যন্ত চামোলি জেলার এই শহরে সাড়ে পাঁচশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে সরাতে হয়েছে বেশ কিছু পরিবারকে। সিংধর জৈন, মাড়ওয়ারি, জেপি কলোনির মতো শহরের বেশ কিছু অঞ্চলে প্রতিদিন মাটি বসে গিয়ে নতুন করে ফাটল দেখা দিচ্ছে ঘরবাড়িতে। যোশীমঠের প্রায় ৫৫০ বাড়িতে দেখা দিয়েছে ফাটল। গৃহহীন প্রায় ৩ হাজার। ধীরে ধীরে বসে যাচ্ছে মাটির স্তর। আর তাতেই দেখা দিয়েছে বিপত্তি।বাস্তুহারা মানুষদের অন্যত্র থাকার ব্যবস্থা করছে প্রশাসন।