রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । কন্যাশ্রী থেকে রূপশ্রী, রাজ্যে নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন তিনি ।তিনি বলেন, “কন্যাশ্রী প্রকল্পের জন্য ৯ হাজার ৩৮৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৫ লাখ ৫৮ হাজার উপভোক্তা উপকৃত হয়েছেন।” দলিতদের উপর অত্যাচারের প্রসঙ্গে রাজস্থান ও উত্তরপ্রদেশের তুলনা টেনে শশী পাঁজা বলেন, “অনেক রাজ্যেই দলিতদের প্রতি নির্যাতন বেশি হয় । তবে আমাদের রাজ্যে হয় না।” তিনি আরও বলেন, “নারী ক্ষমতায়নে বাংলার স্থান দেশের মধ্যে শীর্ষে । ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । চাইল্ড ও মাদার হাবের মাধ্যমে রাজ্যের অনেক মহিলা উপকৃত হয়েছেন । মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবে ১৫০০ শয্যা রয়েছে। এছাড়া রাজ্যে মহিলা পরিচালিত থানার মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন ।” তবে এইসব কিছুর কোনও প্রচার হচ্ছে না বলেও আজ ক্ষোভপ্রকাশ করেন তিনি। শশী পাঁজা এও বলেন, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার অনেক উন্নয়ন হচ্ছে । কিন্তু উন্নয়নমূলক কাজের কোনও প্রচার হচ্ছে না । ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।” এই ধরনের ভুয়ো ভিডিয়োর জন্য নাম না করে বিজেপি-কে নিশানায় নেন তিনি। বলেন, “কেন ডক্টরড ভিডিয়ো শেয়ার হচ্ছে? যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা উন্নয়নকে আড়াল করার জন্য এই ধরনের ভিডিয়ো ছড়াচ্ছেন।” পাশাপাশি বিজেপি-র মহিলা মোর্চা বার বার প্রশাসনের উপর আস্থা হারানোর যে অভিযোগ তুলেছে, তারও জবাব দেন তিনি । বলেন, “অনেকেই অনেক কিছু বলেন । কিন্তু বাস্তবে কিছু দেখতে পাবেন না। শুধু প্ররোচনা দেওয়া হয় । তাঁদের কথার মধ্যে গভীরতা নেই। আগামীদিনে আরও বিস্তারিত তথ্য দিয়ে যেন তাঁরা প্রশ্ন করেন।” তবে বিজেপি-র জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।