বিনোদন

স্ত্রীকে মারধরের অভিযোগ বিবেক বিন্দ্রার বিরুদ্ধে

গুরুতর অভিযোগ উঠল সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার ও ব্যবসা প্রশীক্ষক বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। এমনিতেই সন্দীপ মাহেশ্বরী ও  তাঁকে ঘিরে চলা সাম্প্রতিক বিতর্কে তিনি সমস্যায় ছিলেন। এবার স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠায় তিনি আরও সমস্যায় পড়লেন। তাঁর শ্যালক এই নিয়ে নয়ডার থানায় অভিযোগও দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ৭ ডিসেম্বর মার সঙ্গে আচমকা ঝামেলা শুরু হয় বিবেকের। সেই সময় বিবেকের স্ত্রী ইয়ানিকা মধ্যস্ততা করতে এলে তাঁর উপর অকথ্য অত্যাচার করেন বিবেক। মারধরের ফলে বিবেকের স্ত্রীর সারা শরীরে আঘাতের চিহ্নও ফুটে ওঠে বলে অভিযোগ।