আসন্ন দীপাবলিতেই শুরু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার এই সুসংবাদ দিল রিলায়্যান্স-কর্তা মুকেশ আম্বানি। সোমবার ছিল সংস্থার বার্যিক গভর্নিং বডির বৈঠক। সেই বৈঠকেই মুকেশ আম্বানি এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দীপাবলিতেই যাতে দেশজুড়ে এই পরিষেবা শুরু করা যায়, তার জন্য রিলায়্যান্সের প্রতিটি কর্মী কাজ করে চলেছেন। শিল্পপতি বলেন, আগামী দুই মাসের মধ্যে ভারতবাসী পেতে চলেছে অত্যন্ত শক্তিশালী এবং এক আধুনিক নেটওয়ার্ক পরিষেবা – 5G। প্রযুক্তিগতভাবে এর পরিচয় স্ট্যান্ডঅ্যালোন ফাইভ জি। এই পরিষেবা শুরু হলে আগামীদিনে 4-G নেটওয়ার্কের ওপর আর আমাদের কাউকে ভরসা করতে হবে না। শিল্পপতি জানিয়েছেন, এই পরিষেবা শুধুমাত্র শহর বা শহরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের প্রত্যন্ত গ্রামে পাওয়া যাবে এই পরিষেবা। পরিষেবা হবে আরো উন্নতমানের। শিল্পপতি বলেন, শক্তিশালী তথ্য নির্ভর ভারত নির্মাণ করাই রিলায়্যান্সের লক্ষ। আগামীদিনে এই ক্ষেত্রে দেশ আমেরিকা-চিনকেও ছাপিয়ে যাবে। শিল্পপতি বলেন, এই পরিষেবার জন্য তাদের খরচ হবে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। রিলায়্যান্সের পাশাপাশি সরকারের তরফ থেকেও এই অত্যাধুনিক পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার আসন্ন অক্টোবরের মধ্যেই এই পরিষেবা শুরু করতে চাইছে। সব মিলিয়ে আসন্ন উৎসবের মরসুম ভারতবাসীর ভালোভাবেই কাটবে বলে মনে করা হচ্ছে।