পুনের পর এবার মুম্বই। ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওয়াদালা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে চার বছরের শিশুকে পিষে দেয় একটি গাড়ি। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ফুটপাতেই থাকত ওই শিশু। সেখানেই খেলছিল সে। এমন সময় তাকে পিষে দেয় সন্দীপ গোলে নামক এক ব্যক্তির গাড়ি। এই ঘটনায় অভিযুক্ত চালক সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাচক্রে, পুনের পোর্শেকাণ্ডের মতোই মুম্বইয়ের এই ঘটনায় গাড়ির স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয়রাই ওই শিশু এবং তার বাবাকে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল ওই শিশুর। স্থানীয়েরা ধরে ফেলেন গাড়িচালক নাবালককেও। তার পর পুলিশে খবর দেন। পুলিশ এসে এসইউভি গাড়িটি আটক করে। গ্রেফতার করা নাবালককেও। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।