ভাইরাল

ঝুলন্ত মানুষ নিয়ে উড়ছে কপ্টার, তালিবান শোষণের ভিডিও ভাইরাল নেটে!

আফগানিস্তান থেকে সরেছে বিদেশি সেনা। সেনা সরানোর কাজ সম্পূর্ণ করেছে আমেরিকা, ব্রিটেন। ‘যুদ্ধ শেষ’, ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই তালিবান উল্লাসের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এমনকী বিদেশি সেনা সরার পর স্বমূর্তি ধারন করেছে জেহাদিরা। শুরু হয়েছে নারকীয় অত্যাচার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আকাশে উড়ছে মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টারে। তাতে ঝুলছে একজন মানুষ। ঝুলন্ত ওই মানুষটিকে নিয়েই আফগানিস্তানের আকাশে উড়ছে কপ্টারটি। ভয়ানক এই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।  যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ। তবে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে ভিডিওটি।  পাশাপাশি বাড়ির দরজায় ঝুলয়ে দেওয়া হচ্ছে নোটিস। যেখানে লেখা, ‘বশ্যতা মেনে নাও, নইলে নিশ্চিত মৃত্যু’। এক বিদেশী সংবাদ সংস্থা সূত্রে খবর, বাড়ি বাড়ি গিয়ে কার্যত সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে তালিবান (Taliban)। তাদের প্রকাশ্য আদালতে সাধারণ মানুষকে হাজিরা দিতে বলা হচ্ছে।