বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের রহস্যজনক মৃ্ত্যু। গতকাল, বৃহস্পতিবার বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। বয়স হয়েছিল ৬৩। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ফোনে সাড়া দেননি শর্বরী। রাত ১১টা ৩০মিনিট নাগাদ দক্ষিণ কলকাতা ব্রডস্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পারিবারিক বন্ধু তথা চিকিৎসক অমল ভট্টাচার্যকে। ঘটনাস্থলে আসে কড়েয়া থানা ও কলকাতা পুলিসের হোমিসাইড শাখা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শর্বরী দত্তের কানে চোটের চিহ্ন মিলেছে। পুলিসকে সব থেকে বেশি ভাবাচ্ছে শর্বরী দত্তের বা পায়ের গোড়ালির নিচে একটি টাটকা কাটা দাগ। মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে কোনওভাবেই এই দাগের সম্পর্ক নেই। দাগ এলো কোথা থেকে? এটা কি কোনও অস্ত্রের দাগ নাকি অন্য কিছু, জানা যাবে ময়নাতদন্তের পর। আজ শুক্রবার এন আর এস হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হবে।