পুজোর ছুটি শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীরা যাতে অক্টোবর মাসের বেতন পেয়ে যান সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি কর্মীদের পাশাপাশি সরকার পোষিত ও সহায়তাপ্রাপ্ত স্কুল ও সংস্থার কর্মীদেরও আগাম বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ-বিষয়ে ইতিমধ্যেই সব সরকারি দফতর ও স্কুলগুলিকে বেতন বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। তাঁদের বেতন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ৪ অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলতে বলা হয়েছে।