রাজ্যজুড়ে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, ফের নদিয়ার মৃত্যু ১ কিশোরের
Posted onAuthorবঙ্গনিউজComments Off on রাজ্যজুড়ে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, ফের নদিয়ার মৃত্যু ১ কিশোরের
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি। তবে মোট আক্রান্তের সিংহভাগই গ্রাম বাংলার। কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্য়া আড়াইশোর কাছাকাছি। এর মাঝেই মৃত হল আরও এক নদিয়ার কিশোরের।