বিজ্ঞান-প্রযুক্তি

‘ভিনগ্রহীদের দেহ এবং ইউএফও লুকিয়ে রেখেছে মার্কিন প্রশাসন’, দাবি প্রাক্তন সরকারি গোয়েন্দা আধিকারিকের

ভিনগ্রহীদের দেহ এবং ইউএফও লুকিয়ে রাখা হয়েছে মার্কিন সরকারের গোপন ঘাঁটিতে। সম্প্রতি আমেরিকার এক প্রাক্তন সরকারি গোয়েন্দা দপ্তরের আধিকারিকের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন প্রশাসনের কার্যকলাপের উপর তদারকি করে এরকম একটি কমিটির সামনে কার্যত বয়ান দিয়েছেন ডেভিড গ্রাশ। যা হইচই ফেলে দিয়েছে মার্কিন মুলুকে। কিছুদিন আগেই একই মন্তব্য করেছিলেন তিনি। যার ভিত্তিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লীষ্ট কমিটি। সেখানেই তিনি ফের বয়ান দেন, ‘মার্কিন সরকারের কাছে ভিনগ্রহী যান ও দেহ রয়েছে। মাটিতে আছড়ে পড়া ভিনগ্রহীদের যানের ভিতর পাওয়া বহু দেহ সরকারের সংগ্রহে আছে। সেই দেহগুলিকে কোনওভাবেই মানবদেহ বলা যায় না।’