হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন নায়েব সাইনি ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগের কয়েকঘণ্টার মধ্যে বিধায়ক দলের বৈঠকে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সাইনি ৷ বিকেল ৫টায় রাজভবনে একটি অনুষ্ঠানে হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় নায়েব সিং সাইনিকে শপথবাক্য পাঠ করান ৷এর আগে, হরিয়ানা বিধানসভায় বিজেপি আইনসভা দলের সর্বসম্মত নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পরে, নায়েব সাইনি রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি করেছিলেন । টুইটারে এক্স-এ সাইনি বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় হরিয়ানায় সুশাসন অব্যাহত থাকবে । আম্বালার একটি ছোট গ্রাম মিজাপুর মাজরায় ১৯৭০ সালের ২৫ জানুয়ারি সাইনি পরিবারে জন্মগ্রহণ করেন নায়েব । তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন । ছাত্রাবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দিয়েছিলেন ৷ তখনই মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা তাঁর । কিছুদিন পর তিনি বিজেপিতে যোগ দেন । এরপর শুরু হয় সাইনির রাজনৈতিক যাত্রা । শুরু থেকেই মনোহর লালের ঘনিষ্ঠ ছিলেন নায়েব সাইনি । নায়েব সিং সাইনি ২০০২ সালে বিজেপির যুব ফ্রন্টের আম্বালা শাখার জেলা সাধারণ সম্পাদক হন । এর পরে, ২০০৫ সালে বিজেপির আম্বালা যুব মোর্চার সভাপতি হন । ২০০৯ সালে, নায়েব সিংকে হরিয়ানা বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক করা হয় । ২০১২ সালে তিনি আম্বালা জেলার বিজেপি সভাপতি করা হয়েছিল । এর পরে, ২০১৪ সালে, তিনি নারায়ণগড় বিধানসভা থেকে বিধায়ক নির্বাচনে জয়ী হন । তারপর ২০১৬ সালে, তাঁকে হরিয়ানা সরকারের প্রতিমন্ত্রী করা হয় । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি কুরুক্ষেত্র থেকে সাংসদ নির্বাচিত হন । সাংসদ হওয়ার পর তাঁকে হরিয়ানা বিজেপি সভাপতির দায়িত্বও দেওয়া হয় । এবং আজ, ১২ মার্চ, ২০২৪-এ, তিনি বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত হন । পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রীও হলেন তিনি ৷