দেশ

আজ ৯টি বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

রবিবার বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে একাধিক রাজ্যে। তালিকায় রয়েছে রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, তেলঙ্গানা, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গুজরাট। আজ সাড়ে ১২টায় ভার্চুয়ালি মোট ৯ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইসব ট্রেন দেশের ১১ রাজ্যের সড়ক পরিবহনে গতি আনবে।

কোন কোন রুটে চলবে ওইসব বন্দে ভারত এক্সপ্রেস –

১. উদয়পুর-জয়পুর

২. তিরুনেলভেলি-মাদুরাই

৩. হায়দরাবাদ-বেঙ্গালুরু

৪. বিজয়ওয়াড়া-চেন্নাই

৫. কাশরগড়-তিরুবনন্তপুরম

৬. রৌরকেল্লা-ভুবনেশ্বর

৭. পটনা-হাওড়া

৮. রাঁচি-হাওড়া

৯. জামনগর-আহমেদাবাদ