দেশ

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার চিতা

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ এবার তিনি একটু অন্যভাবে জন্মদিন পালন করবেন ৷ 72তম জন্মদিনে তাঁর জন্য দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতা আসছে ভারতে ৷ শনিবার মোদি মধ্যপ্রদেশের শিওপুরে কুনো ন্যাশনাল পার্কে ৩টি চিতাকে কোয়ারান্টাইন সেন্টারে ছেড়ে দেবেন ৷ জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর সকালে নামিবিয়া থেকে একটি বিশেষ চার্টার্ড কার্গো বোয়িং ৭৪৭ বিমানে চিতাগুলি ভারতে এসে পৌঁছবে ৷ এ নিয়ে টুইট করেছে নামিবিয়ায় ভারতীয় হাইকমিশন ৷ চিতা প্রোজেক্ট-এর প্রধান এবং ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির মেম্বার সেক্রেটারি এসপি যাদব বলেন, “এনক্লোজার নম্বর ১ থেকে প্রধানমন্ত্রী দু’টি চিতাকে ছাড়বেন ৷ এরপর ৭০ মিটার দূরত্বে দ্বিতীয় এনক্লোজার থেকে আরেকটি চিতাকে মুক্ত করবেন তিনি ৷ বাকি চিতাগুলি তাদের জন্য বানানো কোয়ারান্টাইন অঞ্চলে থাকবে ৷” একটি বিশেষ বিমানে ১৭ সেপ্টেম্বর সকালেই দেশে এসে পৌঁছবে চিতাগুলি ৷ এই বিমানটির বিশেষত্ব, নামিবিয়া থেকে ভাপরতে আসার পথে জ্বালানি ভরতে কোথাও অবতরণ করতে হবে না ৷ এটি সরাসরি এদেশে এসে পৌঁছবে ৷