বিজ্ঞান-প্রযুক্তি

ধূমকেতুর পথ বদল করে পৃথিবীকে বাঁচাল নাসা, বড় সাফল্য পেল মার্কিন মহাকাশবিজ্ঞান সংস্থা

বড় সাফল্য পেল মার্কিন মহাকাশবিজ্ঞান সংস্থা নাসা। মহাকাশযানের সাহায্যে একটি ধূমকেতুর পথ পরিবর্তন করতে সফল হলেন বিজ্ঞানীরা। সূত্রে খবর, ডার্ট নামের ওই যানটির সাহায্যে আসন্ন ধূমকেতুর পথ পরিবর্তন করা গিয়েছে। ভবিষ্যতে বিপজ্জনক কোনও গ্রহাণু কিংবা ধূমকেতুর ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়া আরও সহজ হয়ে গেল বলে মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।