দেশ

এবার স্থগিত NEET-PG, পরীক্ষার একদিন আগে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

রবিবার পরীক্ষা। আর শনিবার রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল যে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG) পিছিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি NEET-UG এবং UGC-NET পরীক্ষায় যে ঘটনা ঘটেছে, সেটার প্রেক্ষিতেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা বলতেও কোনওরকম কুণ্ঠাবোধ করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। কোনওরকম তাড়াহুড়ো করা হচ্ছে না। NEET-PG পরীক্ষার পুরো পদ্ধতি খতিয়ে পর্যালোচনা করা হবে। তারপর NEET-PG পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। NEET-PG পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে আপাতত মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। ঘোষণা করা হয়নি নয়া কোনও দিনক্ষণ। বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব এই পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে। পড়ুয়াদের যে অসুবিধা হল, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে।’ স্বাস্থ্য মন্ত্রক এক্স পোস্টে জানিয়েছে, ‘আগামিকাল, ২৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া NEET-PG প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হল ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই পরীক্ষার নতুন তারিখ শীঘ্রই জানানো হবে । স্বাস্থ্য মন্ত্রক শিক্ষার্থীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত । শিক্ষার্থীদের সর্বোত্তম স্বার্থে এবং পরীক্ষার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’