এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের নেতাজি ট্যাবলো জায়গা পায়নি দিল্লির তালিকায়। হাইকোর্টে মামলা হলেও তাতে বিশেষ সুবিধা হয়নি। আদালত জানিয়ে দিয়েছে, মামলা করতে দেরি করে হয়ে গিয়েছে। তাই এখন আর এই বিষয়টিতে হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। আর এরই মধ্যে ২৬ জানুয়ারি রেড রোডের কুচকাওয়াজে কেন্দ্রের বাদ দেওয়া নেতাজি ট্যাবলো রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজপথে নামতে চলা সেই ট্য়াবলো তৈরির কাজ চলছে জোরকদমে। রেড রোডে রাজ্যের আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলা হচ্ছে নেতাজি ট্যাবলো। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর উল্টোদিকে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ওই ট্যাবলো তৈরির কাজ চলছে ৷ এই ট্যাবলোর সামনে ও পিছনে নেতাজির ২টি মূর্তি থাকবে ৷ যে মূর্তি দু’টি কুমারটুলিতে তৈরি করা হয়েছে ৷ এর মধ্যে একটি আবক্ষ মূর্তি এবং আরেকটি পূর্ণাবয়ব ৷ গত ১৮ ডিসেম্বর থেকে ধাপে এই ট্যাবলো তৈরি করা হচ্ছে ৷ নেতাজি ছাড়াও, ট্যাবলোতে গান্ধিজী, কবি নজরুল ইসলাম, বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা এবং মাস্টারদা সূর্য সেনের ছবি থাকবে ৷ ট্যাবলোর দু’পাশে ‘জয়তু নেতাজি’ লেখা থাকবে ৷ আর ট্যাবলোর মাঝে পড়ুয়ারা থাকবে ৷ যারা নেতাজিকে স্মরণ করবে ৷ ট্যাবলোর উপরে থাকছে একটি জায়ান্ট স্ক্রিন ৷ সেটিতে নেতাজির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷