বড় পর্দায় আসতে চলেছে নতুন বাংলা সিনেমা ‘গিরগিটি’। পরিচালক অর্পণ সরকারের এই ছবিতে মুখ্য তিন ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, পায়েল রায় ও জ্যামি বন্দ্যোপাধ্যায়কে ৷ কোচবিহার আর কলকাতার ঘটনা এই কাহিনিতে ধরা পড়েছে। গল্প এগিয়ে যায়, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং কোনও এক রহস্যময় অতীত নিয়ে শহরে আসা তানিয়াকে ঘিরে। তানিয়া ভালোবেসে ফেলে রিতেশ নামের এক সফল ব্যবসায়ীকে, যার প্রাক্তন প্রেমিকার নামও তানিয়া। এরা দুজনেই নিজেদের একটা ক্যাফে খোলে এবং সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকাও শুরু করে রিতেশের বাড়িতে । কিন্তু তানিয়া কোনও একটা কথা লুকিয়ে রাখে রিতেশের থেকে। এই সবেরই মাঝে জয় নামের এক ব্যক্তি তানিয়াকে সব জায়গায় ফলো করতে থাকে। এই জয় কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জড়িত কোনও চরিত্র, নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে রিতেশ-তানিয়ার সুখী সংসারে? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সিনেমাটির মধ্যেই। পরিচালক বলেন, “আমার ছবির নাম ‘গিরগিটি’। এটা একটি থ্রিলার ছবি। আমরা সবাই জানি গিরগিটি রং বদলায়। এমন অনেক মানুষও আছেন যাঁরা ক্ষণে ক্ষণে রং বদলান । ঠিক সেরকমই আমার ছবিতে

সবকটা চরিত্র সময় মতো নিজেদের রং বদলাচ্ছে। আমরা অনেক সময়েই সঠিক মানুষকে চিনতে পারি না । ভুল মানুষকেই কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি। এর পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভালো নয় তখন অনেক দেরি হয়ে যায়। আর বেশি কিছু বলার নেই। বাকিটা জানতে হলে ছবিটা দেখতে হবে।” এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অরিন। উল্লেখ্য, এর আগে পাওলি দাম এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত তৃতীয় অধ্যায় ছবির ‘হাজার বছর’ গানটির পরিচালনা করেছিলেন অরিন। এছাড়াও কানামাছি ভোঁ ভোঁ ছবির টাইটেল ট্র্যাক, জিও সিংগিং স্টারের থিম সং, উড়িষ্যা হকি টিমের থিম সং-এর জন্য পরিচালনা দিয়েছেন অরিন। ফোনালাপে অরিন জানান, ‘সুপ্রতিম দে খুব ভালো লিখেছে গানটা। একটু অন্যভাবে এই গানটাকে সুর দেওয়ার চেষ্টা করেছি। অঙ্কিতা ভট্টাচার্যও গানটি খুব ভালো গেয়েছে। অঙ্কিতার কন্ঠে এই রোমান্টিক গান শ্রোতাদের মন জয় করবে বলেই আমার আশা এবং আগামীদিনে ভালোবাসার মানুষের মানভঞ্জনের গান হিসেবে যে এই গান জায়গা করে নেবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।’ চলতি মাসের শেষেই এই গানটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আপাতত ছবিটি মুক্তির অপেক্ষায়। ৭ মার্চ গিরগিটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।


