দেশ

লখনউতে খুলল মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট

 যুদ্ধক্ষেত্রে আহত জওয়ানদের কিভাবে তড়িঘড়ি চিকিৎসা করা যায় তা নিয়ে গবেষণা করতেই খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউটটি। লখনউয়ের আর্মি মেডিক্যাল কর্পস সেন্টার অ্যান্ড কলেজে খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউট। লেফটেন্যান্ট জেনারেল এবং ডিরেক্টর জেনারেল আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসেস দিলজিত সিং জানিয়েছেন, যুদ্ধে হতাহত হলে প্রথম গোল্ডেন আওয়ারে জাওয়ানকে উদ্ধার করা গুরুত্বপূর্ণ এবং উদ্ধার করে তার কিভাবে চিকিৎসা করা যায় তা নিয়েই গবেষণা করবে মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট । রাশিয়া- ইউক্রেন হোক বা ইজরায়েল-হামাসের যুদ্ধ তা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপরে জোর দিয়ে জওয়ানদের যুদ্ধক্ষেত্রে উন্নতমানের চিকিৎসা প্রদান করাই লক্ষ্য নতুন মিলিটারি মেডিসিন ইন্সটিটিউটের। ভারতীয় জওয়ানদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে যুদ্ধক্ষেত্রে আহত হলে নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবে। বর্তমানে ৯৯টি ফিল্ড হাসপাতাল রয়েছে। ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কিভাবে চিকিৎসা করা সম্ভব সেদিকেও গবেষণা চালাবে নবনির্মিত মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট।