নতুন করে আইনশৃঙ্খলা ব্যবস্থা আর যাতে অবনতি না হয় সেই বিষয়ে কড়া মনোভাব নিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তবে মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ডের বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা। এবার এলাকা জুড়ে আরো নজরদারি বাড়াতে ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে নতুন আটচালা বাগান আউট পোস্টের উদ্বোধন করা হলো। সোমবার ফিতে কেটে নতুন পুলিশ ফাড়িটির উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দা, ডিসিপি নথ জোন শ্রীহরি পান্ডে, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, এবং ওই আউটপোস্টের নতুন ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বৈদ্য। এছাড়া উপস্থিত হয়েছিলেন জগদ্দলের বিধায়ক(MLA) সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন রেবা রাহা। পুলিশ কমিশনার জানান, আগের থেকে আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে। সমস্ত দিক খতিয়ে দেখে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন এই আউট পোস্টটি করা হলো। উদ্দেশ্য একটাই যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়।