জেলা

উৎসবের মরশুমে মালদা-মুম্বই বিশেষ ট্রেন

উৎসবের মরশুমে রাজ্যের রেলযাত্রীদের জন্য সুখবর। আসন্ন দেওয়ালি, ছটপুজো উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপের কথা মাথার রেখে মুম্বইগামী একটি স্পেশাল ট্রেন চালাবে রেল। মাল্দা টাউন থেকে মুম্বই সেন্ট্রাল পর্যন্ত এই বিশেষ পরিষেবা দেওয়া হবে। ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ট্রেনটি চলবে। আজ, রবিবার এই সুপার ফাস্ট ট্রেনটির বুকিং শুরু হবে। দূরপাল্লার ট্রেনের নির্ধারিত ভাড়ার সঙ্গে স্পেশাল এই ট্রেনের টিকিটে বিশেষ চার্জ ধার্য করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, সাপ্তাহিক এই ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে মুম্বইয়ের ছত্রপতি

শিবাজী টার্মিনাল পর্যন্ত চলবে। প্রতি বুধবার দুপুর ১২টা ২০মিনিট নাগাদ মালদা থেকে ছাড়বে মুম্বইগামী এই ট্রেন। ছত্রপতি শিবাজী টার্মিনালে পৌঁছাবে শুক্রবার ৩টে ৫০মিনিট নাগাদ। অন্যদিকে মুম্বই থেকে মালদহের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে প্রতি সোমবার৷ মালদা এবং মুম্বইয়ের মধ্যে মোট ২৯টি স্টেশনে স্টপেজ দেবে এই সুপারফাস্ট ট্রেন। বিশেষ এই ট্রেনটিতে থাকছে ৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। এছাড়াও দশটি সাধারণ সংরক্ষিত কামরা সহ মোট ২২ টি কোচ রয়েছে এতে। নতুন ট্রেনটি চালু হওয়ায় প্রচুর যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।